মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:
দিনের ভোট রাতে হবে, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর নওদাপাড়া এলাকায় শহীদ জিয়া শিশু পার্কের সামনে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি আয়োজিত এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, দিনের ভোট রাতে হবে, মিড নাইট নির্বাচন; এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। তার গণতন্ত্র হচ্ছে, নির্বাচনের সময় বিরোধী দলের সব নেতাকর্মীকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা।
তিনি বলেন, ভোটকেন্দ্রে চতুষ্পদ জন্তুর বিচরণ ছিল। সেখানে মানুষ বা ভোটাররা যাননি৷ এটা হচ্ছে হাসিনার গণতন্ত্রের নমুনা। শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে আহাদের মতো শিশু, আবু সাঈদ ও মুগ্ধের মতো তরুণদের হত্যা করেছে। এতো এতো মাসুম বাচ্চা ও তরুণকে হত্যা করে তিনি তার রাজসিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করেছেন।
উত্ত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুনুর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্যসচিব রফিকুল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পরে রুহুল কবির রিজভী দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর তিনি দুপুরে নগরীর গোলজারবাগ ঈদগাহ ময়দান, গুড়িপাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন।