নওগাঁ প্রতিনিধি- মো: রুহুল আমিন শেখ :
স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১ টায় নিয়ামতপুর উপজেলা বিএনপি’ পার্টি অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাউসারুল ইসলাম রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,জাহাঙ্গীর কবির বাচ্চু,
৫ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজী, সীমন্তপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামান মিলন, উপজেলা যুবদল সদস্য সামাদ সোনার সহ বিএনপি ও বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন।