স্পোর্টস ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে উইকেট নিয়ে র?্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন নাহিদা আক্তার। এই সংস্করণের বোলারদের তালিকায় সেরা দশে ফিরেছেন বাঁহাতি স্পিনার। ব্যাটারদের মধ্যে অগ্রগতি হয়েছে নিগার সুলতানা ও শারমিন আক্তারের।
মেয়েদের র?্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। যেখানে ওয়ানডে বোলারদের মধ্যে ১০ নম্বরে আছেন নাহিদা। তার ক্যারিয়ার সেরা র?্যাঙ্কিং সপ্তম। ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩১ রানে ৩ উইকেট নেন নাহিদা। তৃতীয় ও শেষ ম্যাচে ২৫ রানে তার শিকার একটি। এই পারফরম্যান্সে এক ধাপ উন্নতি করেছেন তিনি।
বাংলাদেশের বোলার মধ্যে নাহিদাই সবার ওপরে। ৮ ধাপ এগিয়ে ৩১তম স্থানে রাবেয়া খান। দ্বিতীয় ওয়ানডেতে ১৯ রান ২ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার। ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।