সামাউন আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:-
নাটোরের সিংড়ায় ১০নং চৌগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে জামায়াত ইসলামীর কর্মী ও সূধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ১লা ফেব্রুয়ারী ) ১১ ঘটিকায় সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পয়েন্ট প্রাঙ্গণে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির কাহার সিদ্দিক কামরুলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর আবম আমানুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক এন্তাজ আলী, সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদরুল উলা, সেক্রেটারী মিজানুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মন্নাফ, জামায়াত নেতা রুস্তম আলী, রফিকুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদ প্রমুখ।
সাবেক শিবির নেতা প্রভাষক রাশিদ আরিফের পরিচালনায় দোয়া পরিচালনা করেন ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা সাইদুল ইসলাম।