দিনাজপুর প্রতিনিধি: নুর আলম :
বৈদ্যুতিক নির্মাণ ও মেরামত কাজে দক্ষ ইলেকট্রিশিয়ান কর্মিদের সহযোগিতা করা এবং নিরাপত্তা নিশ্চিত ব্যবস্থা কল্পে সংগঠনটি নির্বাচনের মাধ্যমে আগামী ৩ বসরের জন্য কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে নির্বাচিত ব্যাক্তি বর্গের নাম ও পদবী উল্লেখ করা হল=
১। সভাপতি/মোঃ সাদ্দাম হোসেন
২। সহ সভাপতি/প্রশান্ত চন্দ্র রায়
৩। সাধারণ সম্পাদক/মোঃ জসিম উদ্দিন
৪। সহ সাধারণ সম্পাদক/রণি বর্মন
৫। সাংগঠনিক সম্পাদক/মোঃ মনজুরুল ইসলাম
৬। দপ্তর সম্পাদক/প্রদিপ রায়
৭। প্রচার সম্পাদক/সুষেন দেবনাথ
৮। কার্যকারী সদস্য/মোঃ নুরু ইসলাম
এই কমিটি আগামী ৩বছরের জন্য বহাল থাকবে।