অনলাইন ডেস্ক :
দেশে নতুন করে আরও প্রায় ৫০ লাখ ভোটার হচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আখতার আহমেদ জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। নিবন্ধনপ্রক্রিয়া শেষে তারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। অপরদিকে হালনাগাদ কার্যক্রমে ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটারের তথ্য পাওয়া গেছে।
মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়ে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, সর্বশেষ তিন বছর আগে যখন বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদ করা হয়েছিল, তার চেয়ে এবার মৃত ভোটারের সংখ্যা কম। এটি কেন কম, তা এখনই বলা যাচ্ছে না। মাঠপর্যায়ে যারা কাজ করেছেন, তাদের সঙ্গে কথা বলার পর এ বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব বলেন, চলতি বছর ৬১ লাখ নতুন ভোটার নিবন্ধন করার লক্ষ্য রয়েছে। এবার ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে বাদ পড়া ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ। আর নতুন ভোটারযোগ্য নিবন্ধনের হার ১ দশমিক ৪৫ শতাংশ।
নারী ভোটারের বিষয়ে তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন, তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। এছাড়া অনলাইন ও আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য-সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।