আন্তর্জাতিক ডেস্ক :
সামরিক বিমানে করে নথিহীন অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। বুধবার (৫ ফেব্রুয়ারি) ওই বিমান ভারতে পৌঁছায়।
ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নথিহীন অভিবাসীদের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছেন। ইতিমধ্যে ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকোতে অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। এবার ভারতীয়দের পাঠানো হলো।
আমেরিকার টেক্সাসের সান অ্যান্টোনিও বিমানবন্দর থেকে সি ১৭ সামরিক বিমান ভারতীয়দের নিয়ে রওয়ানা হয়।
মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসি জানিয়েছেন, অন্তত ১০০ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে।
কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট জানিয়েছে, বিমানটি প্রথমে গুয়ামে থামে, পরে নামে পাঞ্জাবে। এসময় পাঞ্জাবে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়।
যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা প্রথম না। ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট ছিলেন, তখনো বেআইনি ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছিলো। গত অক্টোবরে বাইডেনের সময়েও ভারতীয়দের ফেরত পাঠিয়েছে আমেরিকা। কিন্তু এই প্রথম সামরিক বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠানো হলো।