দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম:
গতকাল ৮ ফেব্রুয়ারি’ রাত আনুমানিক সাড়ে ১০ টায় দিনাজপুরের বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সাড়াশি অভিযানে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জগদল ডাঙ্গাপাড়ায় মুদি দোকান হতে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাবেদ আলী (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে অংশ নেন এসআই সুমন দেবনাথ, এএসআই সিরাজুল আওলাদ সুমন, নির্মল, শিবু, সুপিয়ার, পুলিশ সদস্য হাসিবুর ও নুর আলমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায় কুখ্যাত সাবেদ আলী মৃত শামসুল হকের পুত্র। সে মাদক ব্যবসা ছাড়াও আন্তজেলা অপরাধ চক্রের সক্রিয় সদস্য, নিজ জেলা বাদে সাবেদের নামে অন্যান্য জেলায় ছিনতাই, চুরি ও ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় থানায় ১২(২)২৫ নম্বর মামলা হয়েছে।
অফিসার ইনচার্জ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোন ছাড় নেই, আরও তথ্য আছে, অভিযান অব্যাহত থাকবে।