অনলাইন ডেস্ক :
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাসহ আন্তঃসীমান্ত অপরাধ রোধে যৌথ টহল, গোয়েন্দা তথ্য বিনিময় এবং উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে দুই দেশের ১৩ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেয়।
চার দিনব্যাপী সম্মেলনে সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে যৌথ টহল বাড়ানো এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং বিএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সীমান্তে ১৫০ গজের মধ্যে যেকোনো স্থাপনা নির্মাণের আগে যৌথ পরিদর্শনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।
এছাড়া মাদক, অস্ত্র, স্বর্ণ ও মানবপাচার রোধে গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। বিএসএফ মহাপরিচালক সীমান্তে মানবাধিকার রক্ষায় ‘অ-প্রাণঘাতী’ নীতি অনুসরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ভারতের নয়াদিল্লিতে ১৭-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন।