অনলাইন ডেস্ক :
ঝিনাইদহে চরমপন্থি দলের সদস্যদের মধ্যে গোলাগুলিতে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শশা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- আবু হানিফ ও লিটন। তারা চরমপন্থি দল পূর্ববাংলা জনযুদ্ধের সদস্য ছিলেন। এদের মধ্যে হানিফের বাড়ি হরিণাকুন্ডু উপজেলাতে।
গ্রামবাসীরা জানান, রাতে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সদস্যদের ভেতরে কোন্দলের জেরে গোলাগুলিতে তিন জন নিহত হয়। এছাড়াও প্রতিপক্ষের গুলিতেও তাদের মৃত্যু হতে পারে।
গ্রামবাসী গুলির শব্দ পেয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুদ খান প্রাথমিকভাবে জানান, চরমপন্থি দলের দুটি গ্রুপ অথবা একটি গ্রুপের ভেতরে কোন্দলের কারণে এই তিন জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মরদেহগুলো ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। বাকিটা তারা তদন্ত করে পরে জানানো যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।