অনলাইন ডেস্ক :
নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান-বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে কামাল ব্যাপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (২২শে ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল ব্যাপারী ওই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে। তিনি সম্পর্কে বরের চাচা হন।
জানা যায়, মানিকপুর গ্রামের কামাল ব্যাপারীর বড় ভাইয়ের ছেলে সুমন ব্যাপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চশব্দে গান-বাজনা হচ্ছিল। এমন সময় প্রতিবেশী মৃত আকু ব্যাপারীর ছেলে সামসুল ব্যাপারী, শাজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজনা করতে নিষেধ করায় এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুবুর রহমান বলেন, বিয়ে বাড়িতে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে কামাল ও শাজাহানদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাজাহান ও তার ভাইয়েরা কামালকে মারধর করে। এরপর সে মাটিতে লুটিয়ে পড়লে তার স্বজনরা স্থানীয় আমেনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি তাই এখন পর্যন্ত কেউ আটক নেই বলে জানান এই পুলিশ কর্মকর্তা।