ষ্ট্যাফ রিপোর্টার: মোঃ শহিদুল ইসলাম রনি
ডাকাতি করা ১ টি পিকাপভ্যানসহ ৭ টি গরু,১ টি মটরসাইকেল ও ১ টি সিএনজি উদ্বার করে পুলিশ ।
২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের এখলাসপুর গ্রামের কসিমুদ্দিনের ছেলে ও আশপাশের কয়েকটি এলাকার ডাকাত দলের প্রধান কানু ( ৪৫), শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের সাজেমানের ছেলে শরিফুল (২৩) ও একই ইউনিয়নের ধোবড়া গ্রামের ইয়াসিনের ছেলে রাকিব ( ২৪) কে সাতটি গরং,একটি পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলসহ আটক করে শিবগঞ্জ থানা পুলিশ।
কানুর বাড়ি ঘেরাও করে কানুসহ তিনজনকে আটক ও উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান গরুর প্রকৃত মালিকদের পাওয়া গেলে গরু ফেরত দেয়া হবে।