দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম
খানসামায় ২ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কুখ্যাত ২ মাদক ব্যবসায়ী চৌরঙ্গীর বুলু ভূইয়াকে চোলাই মদ-গাঁজা ও চকরামপুরের নিতাই চন্দ্র রায়কে ২৫ পিস ইয়াবা সহ আটক করেন থানা পুলিশ।
খানসামা উপজেলার চৌরঙ্গী বাজার সাঁওতাল পাড়ায় মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর চড়াও হয়ে মাদক ব্যবসায়ীদের বাঁধার ঘটনায় ২ মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার। সাজাপ্রাপ্তরা হলেন আংগারপাড়া সরদারপাড়ার তারাবুদ্দিনের ছেলে নুর আলম (৩২) এবং নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ফুলতলার মোঃ সেলিম (২২)।
স্থানীয়রা জানান, এই অভিযান গুলো অব্যাহত থাকলে মাদক সেবন ও ব্যবসায়ীরা ভালো পথে ফিরিয়ে আসতে বাধ্য হবে।