দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম
দেশের বিভিন্ন স্থানে চলমান ধর্ষন ও ধর্ষকদের বিচারের দাবিতে ৯ মার্চ বিকেলে বিক্ষোভ ও সমাবেশ করেছেন সাধারণ ছাত্র জনতা।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহর এলাকার শহীদ মিনার চত্বর হতে শুরু করে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের উপর দিয়ে শহরের বিভিন্ন স্থানে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে,এ সময় ছাত্র জনতার নেতারা বলেন, বর্তমান সরকারকে ব্যার্থ করার চেষ্টায় আওয়ামী’র দষররা ধর্ষণ সহ দেশে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাই দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি সহ ধর্ষকদের দ্রুত বিচারের করতে হবে। অন্যথায় দেশে ধর্ষণের সংখ্যা বেড়েই চলবে, বলে সমাবেশ স্থগিত করেন।