অনলাইন ডেস্ক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে আজ (বুধবার) বৈঠক করবে বিএনপি। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
আজ (বুধবার) প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে।
এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী, তাও জানার চেষ্টা করবে বিএনপি। সেই সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি বৈঠক করবে বলেও জানা গেছে।