দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম :
দিনাজপুর সদর থানাধীন ঈদগাহ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক এমপি (গাইবান্ধা-২) ও গাইবান্ধা জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক শাহ সারোওয়ার কবির কে গ্রেফতার করেছে(ডিবি)
পুলিশ যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছ। সেই সাথে সকল ডেভিল গ্রেফতারের জন্য অপারেশন ডেভিলহান্ট চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা পুলিশ মোঃ মারুফাত হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এবং ডিবির একটি চৌকস টিম গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) রাত ৯: ঘটিকায় দিনাজপুর সদর থানাধীন ঈদগাহ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলায় ০২ টি মামলা চলমান রয়েছে বলে ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
এছাড়াও দিনাজপুর জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত একই তারিখে ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় বিভিন্ন মামলায় ৭৫ (পঁচাত্তর) জন আসামীসহ মোট ৭৬ (ছিয়াত্তর) জন কে গ্রেফতার করা হয়েছে জানান