অনলাইন ডেস্ক :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম স্কুল মাঠের আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাকসাম পৌরসভার আমির মোহাম্মদ জয়নাল আবেদিন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. আব্দুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির মো. শাহজাহান, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী, এডভোকেট বদিউল আলম সুজনসহ অনেকে।
এ কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।