বিশেষ প্রতিনিধি: মোসাঃ শামসুন্নাহার সোহানা
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শিবগঞ্জ উপজেলায় সমাজসেবায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবা ফিল্ড সুপারভাইজার মোঃ সামসুল করিম এর সঞ্চালনায়উ উপস্থিত হয়ে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো.তরিকুল ইসলাম,মো.বজলার রশিদ সনু, সাবেক অধ্যক্ষ মো.আতাউর রহমান ,এ সময় সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন সিএমপিবি স্বেচ্ছাসেবী দলের সদস্যরা এ সময় আরো উপস্থিত থেকে ভালোবাসা জানিয়েছেন সমন্বিত শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশু-কিশোর, বীর মুক্তিযোদ্ধাগণ, অনগ্রসর দলিত হরিজন গোষ্ঠী সহ শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাব,শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, উপজেলার সকল স্তরের মানুষের ভালোবাসায় শিক্ত হন তিনি,এ সময় কাঞ্চন কুমার দাস তার দীর্ঘ ১০ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন।