অনলাইন ডেস্ক :
গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি আগে গোল্ডেন গ্লোব, বাফটাসহ অন্যান্য পুরস্কারে বাজিমাত করেছে। এবার অস্কারেও সেরা সিনেমা হয়েছে ‘ওপেনহেইমার’।
অস্কারে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পাওয়ার পর অনেক বিশ্লেষক অনুমান করেছিলেন, একাডেমি অ্যাওয়ার্ডসেও বাজিমাত করবে সিনেমাটি। শেষ পর্যন্ত সেটিই হলো। খবর এএফপি’র।
বাংলাদেশ সময় সোমবার ভোর থেকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে অনুষ্ঠানের শেষ দিকে ঘোষণা করা হয় বহুপ্রতীক্ষিত সেরা সিনেমার নাম। জানা যায়, এবার সেরা ছবি হয়েছে ‘ওপেনহেইমার’।
এর আগে, এ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান। সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মার্ফি, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র।
সব মিলিয়ে এবারের অস্কারে সর্বোচ্চ সাতটি শাখায় পুরস্কার জিতেছে ‘ওপেনহেইমার’।