অনলাইন ডেস্ক :
আজ রোববার থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। সম্মেলন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের সম্মেলন উঠছে ৩৫৪টি প্রস্তাব। তবে এবার সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে কোনো অধিবেশন থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ।
এ বছর ডিসি সম্মেলনে চারটি বিশেষ ও ৩০টি কার্যঅধিবেশন থাকবে। কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত ১ হাজার ২৪৫টি প্রস্তাবের ৩৫৪টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এবারের সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখা হবে