মোঃ দুলাল আলী, গোমস্তাপুর প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে কোরআন খতম, র্যালি ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ” জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন কর্ম শীর্ষক” আলোচনা সভা সহ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা মডেল রিসোর্স সেন্টার ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে একটি র্যালি বের হয়ে রহনপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা মডেল রিসোর্স সেন্টার ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক, নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রহনপুর তোজাম্মেল হোসেন একাডেমীর ধর্মীয় শিক্ষক রুহুল আমিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন শ্যামপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, রহনপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জিয়াউর রহমান,
মকরমপুর বাইতুন্নুর জামে মসজিদের ইমাম আসাদুল্লাহ, সাংবাদিক দুলাল প্রমুখ। আলোচনা শেষে সবার উপস্থিতিতে দোয়া করা হয়