নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগে নয় জনের বিরুদ্ধে মামলা করেছেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা।
রবিবার ২৯ সেপ্টেম্বর রহনপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মুরশালিন বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর: ২৭ তবে এ মামলার আসামি কাউকে গ্রেফতার করা হয়নি। জানা যায়, গত ২০ শে সেপ্টেম্বর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়নের আসানপুর ৭নং ওয়ার্ডের ত্রিমোহনী মোড়ে রাস্তার পাশে ইউনিয়ন পরিষদের রোপনকৃত সরকারি জীবিত তিনটি নিম গাছ দেশীয় অস্ত্র কুড়াল, দা, লোহার সাব্বল, লইয়া ঘটনাস্থলে গাছগুলো কর্তন করেন আসামিগণ।
এ মামলার আসামিরা হলেন (১) মোঃ শফিকুল ইসলাম (৩২) পিতা আফসার আলী (২) মোঃ আমির হোসেন (৫৫) পিতা সৈয়ব আলি( ৩) মোঃ জামাল পিতা মোঃ রবজুল ইসলাম (৪) আবুল হাশেম (৩০) পিতা মোঃ নজরুল ইসলাম (৫) নজরুল ইসলাম (৫৫) পিতা জাহি সরকার( ৬) আজিজুল ইসলাম (৩২) পিতা মেরাজুল ইসলাম (৭) বেল্লাল হোসেন (৪৬) পিতা আব্দুল হাই (৮) মশিউর রহমান আপেল (৩৪) পিতা আব্দুল কাদের (৯) জাকির হোসেন সনি (৩০) পিতা জাইদুল ইসলাম। সর্ব সাং- পীরপুর আসানপুর।
৫নং রহনপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মুরশালিন জানান পরিষদের রোপনকৃত সরকারি গাছ কোন অনুমতি না নিয়ে কেটে নেওয়া হয়। পরে গাছগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এবং থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম মুঠো ফোনে জানান, গাছ কাটার বিষয়ে নয় জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।
উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বরে গোমস্তাপুরে সরকারি গাছ কেটে হরিলুট, নীরব ভূমিকায় প্রশাসন এমন একটি শিরোনামে দৈনিক মানবিক বাংলাদেশ ও ২৪ সেপ্টেম্বর দৈনিক বিজনেস ফাইল পত্রিকায় এবং বার্তা.২৪ অনলাইনে প্রকাশিত হলে পরে প্রশাসন নড়ে চড়ে বসে।