অনলাইন ডেস্ক :
ফরিদপুর সদরে কাফুরা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসটি ফরিদপুর সদর থেকে গেদ্দা যাচ্ছিল। মাইক্রোবাসটি কাফুরা রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেসওয়ে ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন। আহত চারজনজকে ফরিদপুরে মেডিকেলে নেওয়া হলে তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
চিকিৎসক আরও জানান, আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।