শামসুন্নাহার সোহানা, বিশেষ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নতুন ১৯ বিঘি গ্রামের মো.তামিজ উদ্দিন,আহসান, আলম, সাইফুদ্দিন, আলাউদ্দিন, রিপন, টানু, আসাদুল,একই গ্রামের এনামুল হকের নিজ বসত ভিটায় পাকা বাড়ি নির্মাণের সময় সকলের চলাচলের জন্য পূর্ব দিকে ছয় ফিট এবং দক্ষিণ দিকে আড়াই ফিট প্রস্থের রাস্তা ছেড়ে বাড়ি নির্মাণের কাজ শুরু করলে দশ ফিট রাস্তা চেয়ে ২৫ ডিসেম্বর ২০২৪ দা হাসুয়া কাতা রড দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা চালায়। এসময় এনামুল হক ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে পালিয়ে যাই এই মর্মে উক্ত তারিখে এনামুল হক শিবগঞ্জ থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পর সাহাবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান মো.নেজামুল হক রানা ও নয় নম্বর ওয়ার্ড সদস্য মো. সায়েম বলেন তারা এর একটা সুষ্ঠু বিচার করে দিবেন পরবর্তীতে দুই দফা বসা হলে গত ২৯ জানুয়ারি ২০২৫ দুই পক্ষকে দেখে একটি সুরাহা হয় জন প্রতিনিধিগন বলেন যেহেতু এনামুল হকের এক সাইডের অল উঠে গেছে এবং ৬ ফিট এবং আড়াই ফিট রাস্তা ছেড়ে দিয়েছে সেহেতু এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করা যাবে না।
এমতাবস্থায় ৩১ জানুয়ারি ২০২৫ পুনরায় বাড়ির কাজ শুরু করলে উক্ত অভিযুক্তকারী গন পূর্বের মতই ভাঙচুর হামলা চালায় এবং এনামুল হকসহ আরো দুই জনকে মারধর করে আহত করে। আহতদেরকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে একজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.গোলাম কিবরিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন এক পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।