মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের অধীনস্থ বোয়ালিয়া থানা অন্তর্গত রাজশাহী সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের যুবদলের কমিটি দেওয়ার লক্ষ্যে কর্মীসভা আয়োজন করা হয়।
৮ ফেব্রুয়ারি ( শনিবার ) বিকাল ৫ ঘটিকায় রাজশাহী নগরীর বেলদরপাড়ার মোড়ে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহফুজুর রহমান রিটন , আহ্বায়ক রাজশাহী মহানগর যুবদল, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।
কর্মী সভায় ২২ নম্বর ওয়ার্ডের যুবদলের প্রার্থী প্রিন্স সহ অন্যান্য প্রার্থীর নেতৃত্বে ছোট ছোট মিছিল নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয় । এরপর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন জাতীয় পতাকা ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি দলীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে অনুষ্ঠানটি শুরু করেন।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি বক্তব্যে বলেন, রাজশাহীর প্রতিটি ওয়ার্ডে যুবদলের যে কমিটি হবে সেটা ফ্রেশ কমিটি হওয়া যায়। যারা কমিটির দায়িত্ব নেওয়ার জন্য নাম লেখাবেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে জড়িত থাকা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল ও মাদক সংক্রান্ত কোন অভিযোগ থাকলে তাদের পর থেকে বহিষ্কার করা হবে। যারা বিগত সময় দলের মিটিং মিছিল করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন তারা ভেবে না নতুনদের মাঝে আপনাদের আমরা ভুলে যাব। আপনারা দলে শাসন মানে জায়গা দেওয়া হবে। আমাদের আশেপাশে অনেক আওয়ামী লীগ সহ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘুরে বেড়াচ্ছে তাদের বলতে চাই আপনারা দেশে এমন কোন কিছু করবেন না যার জন্য আমাদের আপনাদের উপরে চড়াও হতে হয়। যে নেত্রী নেতাকর্মীদেরকে রেখে দেশ থেকে পালিয়ে যায় তার নির্দেশে যদি হরতাল অবরোধ করার চেষ্টা করেন আপনাদের পিঠের চামড়া থাকবে না। আমাদের যুবদল কর্মীদের বলতে চাই আপনারা যেই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের উপরে অত্যাচার করে নাই তাদের কিছু বলার দরকার নাই । আর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ভাইদের রক্তাক্ত ও জীবন নিয়েছে তাদের কোন ছাড় দেওয়া হবে না তাদের দেখা মাত্রই আইনগত ব্যবস্থা নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আপনারা যারা এই যুবদলের কর্মী সভায় উপস্থিত হয়েছেন তারা কি কখনো যুবদলের কমিটি দেখেছেন। আমরা অনেকবার চেষ্টা করেছি যুবদলের কমিটি দেওয়ার কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কারণ গত ১৫ বছর খুনি শেখ হাসিনা রাজনীতিকে হিংসাত্ম রাজনীতি গড়ে তুলেছিল। এই শেখ হাসিনার আসল নেশা ছিল রক্ত প্রতিটা দিন কোন না কোন খুন, গুম, অন্যায় ভাবে জেলে বন্দি, বিএনপি ও জামাতের নেতাকর্মীদের হামলা মামলা না করলে তার ঘুম আসতো না। অনেক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশটি ফিরে পেয়েছি আমরা চাই দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা দাবী সম্পন্ন করে জনগণকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। সেই বাংলাদেশ উপহার দিতে আমাদের সকলকে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে তবেই আমরা সফল হব।