নওগাঁ প্রতিনিধি-মো:রুহুল আমিন শেখ :
নওগাঁর মান্দায় সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে নিজ বাবাকে হত্যার উদ্দেশ্যে মারধোরের অভিযোগ উঠেছে ছেলে রুবেলের বিরুদ্ধে। রুবেল মান্দা উপজেলার সদর ইউনিয়নের খাগড়া গ্রামের ভুক্তভোগী মকবুল হোসেনের পুত্র।
এ ঘটনায় আজ (৫ নভেম্বর) ভুক্তভোগী বাবা মকবুল হোসেন এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মকবুল হোসেন বলেন,ফেরিঘাট- নিয়ামতপুর রাস্তা সংলগ্ন আমার একটি দোকান ঘর রয়েছে। সেখানে ব্যবসা করে সংসারের খরচ নির্বাহ করি।এছাড়া বাবা-ছেলের টাকায় কেনা একটি ট্রাক রয়েছে।
ভুক্তভোগী বলেন, আমার ছেলে দোকান ঘর ও ট্রাক নিজ কব্জায় নিতে মরীয়া হয়ে পড়ে। এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাবত আমাদের বাবা ছেলের মাঝে বাকবিতণ্ডা চলছে। হঠাৎ গত দিবাগত ২ ঘটিকায় আমার ঘরের দরজা ভেঙে মার-মুখি হয়ে দোকান ঘরের চাবি জোরপূর্বক নিতে চায় ছেলে রুবেল।
দোকানের চাবি দিতে অস্বীকার করলে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় ইট দিয়ে আঘাত করে আমাকে গুরুতর আহত করে। আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে আমি প্রাণে বেঁচে যাই এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান।
থানায় বা অন্য কোথাও অভিযোগ করতে দেখলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন রুবেল। ছেলের জন্য আমার জীবন হুমকির মধ্যে পড়ে গেছে। এ ঘটনায় আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।