নওগাঁ প্রতিনিধি: মো: রুহুল আমিন শেখ
নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ রোজ বুধবার সকাল ১০ টায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় নিয়ামতপুর উপজেলা প্রশাসন, এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর যৌথ আয়োজনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য পালনে সমস্যা নিরূপণ ও সমাধানে করণীয় বিষয়ক এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাদিকুর রহমান মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার, নিয়ামতপুর, মোছাঃ সাবিনা ইয়াসমিন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা, নিয়ামতপুর, নওগাঁ।
এছাড়াও উপস্থিত ছিলেন গোফরইম্প্যাক্ট-এর কর্মসূচি বাস্তবায়ন ইউনিটের সদস্যবৃন্দ, ইএসডিও গোফরইম্প্যাক্ট কর্মসূচির সদস্যবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্যবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও স্থানীয় সুশীল সমাজের নারী প্রতিনিধিবৃন্দ।
সভাপতি বক্তব্যে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার, মো:মেহেদী হাসান বক্তব্যে বলেন, “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা আইন, বিধিমালা ও নির্দেশিকা দ্বারা নির্ধারিত করেছে সরকার। যদি নারী জনপ্রতিনিধিবৃন্দ তাদের জন্য নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে পারে তাহলে তাদের ক্ষমতায়ন ও নেতৃত্বে বিকাশ সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। এর জন্য প্রয়োজন আইন-কানুন ও বিধিবিধানের উপর তাদের নিয়মিতভাবে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন যা তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনে সক্ষম করে তুলবে।
কর্মশালায় অন্যান্য বক্তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য পালনে প্রতিবন্ধকতা এবং সমস্যাগুলি চিহ্নিত করে, এবং তা সমাধানের মাধ্যমে তাদের নেতৃত্ব বিকাশ, দায়িত্ব পালন ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।