স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ শাহিন শওকত বলেছেন,১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবে কি হবে না,বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাবে কি পাবে না,এমন একটি প্রশ্নের মুখে ২৫ মার্চের কালরাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী মারণাস্ত্র নিয়ে হামলা করে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। ঠিক সেই সময় বাংলাদেশের মানুষকে অনেক আশা দেখিয়ে,স্বাধীনতার নতুন স্বপ্ন দেখিয়ে,দেশের মানুষকে অসহায় অবস্থায় ফেলে অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে পাকিস্তানী সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিবুর রহমান।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে,জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় তিনি আরও বলেন,স্বাধীনতা সংগ্রামের কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ যখন মাঝি ছাড়া নৌকায় দিশাহীন অবস্থায় ছিল,ঠিক তখন নৌকার মাঝি হয়ে হাল ধরেছিলেম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন,আমি মেজর জিয়া বলছি,আজ থেকে বাংলাদেশ স্বাধীন,দেশের সকলে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। এ ঘোষণাটিকে বিতর্কিত করার জন্য পরবর্তীতে শেখ হাসিনা সরকার ইতিহাসের বিকৃত ঘটিয়ে মিথ্যা প্রচারণা চালিয়েছিল। আজকে সে প্রকৃত ইতিহাস স্বীকৃতি পেয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে জিয়াউর রহমানের অবদান জ্বল জ্বল করে জ্বলছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ শাহিন শওক বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ১৮ কোটি মানুষকে সংগঠিত করে,একতাবদ্ধ করে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আন্দোলন করেছেন। ছাত্র জনতার যে বিপ্লব ও স্বপ্নের বাংলাদেশ,তা বিনির্মাণে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ও সংগঠিত করে কাজ করবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাঃ হায়াত উদ্দৌলার সভাপতিত্বে আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম।
আলোচনা,ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক তারিক আহমেদ,জেলা বিএনপির সদস্য আবু তাহের খোকন,মোঃ ইসমাইল বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়।