অনলাইন ডেস্ক :
বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। মূলত, ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রানী এলিজাবেথের মৃত্যুর পর তার ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরের পরিকল্পনা বাতিল করতে হয়।
একটি সূত্র সংবাদমাধ্যম মিররকে বলেছে, ‘রাজা ও রানির এ সফরের পরিকল্পনা খুবই উৎসাহব্যঞ্জক।’ ভারতীয় উপমহাদেশ সফর বিশ্বমঞ্চে ব্রিটেনের জন্য বিশাল রাজনৈতিক ও সাংস্কৃতিক তাৎপর্য বহন করবে বলে মনে করছে সূত্রটি।
ব্রেক্সিট-পরবর্তী সময়ে ব্রিটেনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে চার্লস ও ক্যামিলার এই সফর বলে মনে করা হচ্ছে।
রাজকীয় সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনা করতে দেশটির পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরের প্রস্তাবনার খসড়া তৈরি শুরু হয়েছে।
২০২২ সালে সফর বাতিলের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজা ও রানি ক্যামিলাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে কবে নাগাদ রাজা-রানির এই সফর শুরু হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি ডেইলি মিরর।