দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ইটভাটার মালিকরা দুই-তিন ফসলি উর্বর জমিতে যত্রতত্র গড়ে তুলেছে ইটভাটা। ইটভাটাগুলোর বেশিরভাগেরই নেই কোনো বৈধ কাগজপত্র বা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। তবুও অজ্ঞাত কারণে এইসব ভাটাগুলো নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে ইট উৎপাদন কার্যক্রম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফসলি জমির মাটি কেটে ইট তৈরির কারণে কৃষি উৎপাদন হ্রাস পাওয়ার পাশাপাশি পরিবেশেও মারাত্মক ক্ষতি হচ্ছে। এই অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসনের এই নীরবতার পেছনের কারণ এখনও অস্পষ্ট। তবে স্থানীয়দের ধারণা, কোনো অদৃশ্য খুটির জোরেই এসব অবৈধ ইটভাটা টিকে আছে।