নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনায় সেহরি বিতরণ করা হয়েছে ।
শুক্রবার রাতে কানসাট ইউনিয়ন বিএনপির উদ্যেগে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম রানা টমাস মাস্টার দিকনির্দেশনায় ও যুব নেতা নাঈমুল ইসলামের নেতৃত্ব কানসাট বাজার, আব্বাস বাজারসহ ইউনিয়নের বিভিন্ন বাজারে নৈশ প্রহরীও অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে
সেহরি বিতরণের সময় যুবনেতা নাঈমুল ইসলাম বলেন, হাসিনা অহংকার করেছিল। তাই আল্লাহ তার বিচার করেছেন। তাকে রাজপ্রাসাদের খাবার রেখে পালিয়ে যেতে হয়েছে। তাই কেউ অহংকার করবেন না। আল্লাহর প্রতি আনুগত্য রেখে দৈনন্দিত কার্যক্রম পরিচালনা করবেন। তিনি আরও বলেন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতা এবং স্বৈরাচার হাসিনার আমলে নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ূ কামনা করে সকলে দোয়া করবেন ।
এই সময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কানসাট ইউনিয়ন শাখা সভাপতি শাহজাহান আলী,সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল হানিফসহ ছাত্রদল, যুবদলের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।