আসগর আলী সাগর, রাজশাহী:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর রাজশাহী জেলা ও মহানগরের নতুন কমিটি বিলুপ্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে শুক্রবার ৩০ জানুয়ারি সকাল ১১ টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয় রাজশাহীর প্রকৃত আন্দোলনকারী ও শহীদ আলী রায়হান ও শাকিবা আনজুম এর আত্মত্যাগের সাথে বৈষম্য করা হয়েছে। উক্ত কমিটিতে চাঁদাবাজীর অভিযুক্তরা জায়গা পেয়েছেন সেই সাথে আওয়ামী লীগেরও কিছু অংশকে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের কমিটি বিলুপ্ত করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন তারা।কমেটি বিলুপ্ত না হলে আন্দোলনের রাজপথে নামার হুশিয়ারী দেন সংবাদ সম্মেলনে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এ সময় নতুন কমিটির পদ পাওয়া কয়েকজন নেতা পদত্যাগ করে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তারা দাবি করেন তাদের না জানিয়ে পদ দেওয়া হয়েছে। তাদের দেওয়া পদের বিনিময়ে বাকি পদগুলো বৈধ করার চেষ্টা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী ও কেন্দ্রের কিছু নেতা।
উল্লেখ্য গত কাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। রাজশাহী মহানগর কমিটিতে ১১৫ জন এবং রাজশাহী জেলায় ১৪৮ জনকে কমিটিতে রাখা হয়েছে।