আন্তর্জাতিক ডেস্ক :
বিমানে বোমা হামলার হুমকি পাওয়ার পর কলকাতাগামী ইন্ডিগো’র একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ১৯৩ জন আরোহীর বিমানটি ছত্তিশগড় প্রদেশের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
রায়পুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অ্ পুলিশ সন্তোষ সিং জানান, বিমানে ১৮৭ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। নাগপুর থেকে কলকাতার উদ্দেশে বিমানটি আকাশে উড়েছিল। তবে উড়ার সঙ্গে সঙ্গে বিমানে বোমা হামলার হুমকি দিয়ে বার্তা আসে। বার্তা পাওয়ার পর পরই বিমানটি রায়পুরের দিকে সরিয়ে নেয়া হয়।
তিনি জানান, বিমানটি সকাল ৯টার কিছু পরে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর বিমানবন্দরে অবতরণ করে এবং অবিলম্বে নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষার জন্য বিচ্ছিন্ন এলাকায় নেয়া হয়। কারিগরি কর্মী ও বোমা নিস্ক্রিয়করণ দল বিমানটি সম্পূর্ণভাবে পরীক্ষা করছে।
ভারতের গণমাধ্যম বলছে, রায়পুর বিমানবন্দরের একটি নিরাপদ জায়গায় বিমানটিকে নিয়ে যাওয়া হয়েছে। বিমানে থাকা যাত্রীদের নামিয়ে তল্লাশি চলছে।। তবে এখনো বিমানের ভেতর থেকে কোনো বিস্ফোরক পদার্থ বা সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি।
অবশ্য গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় বিমানে বোমা হামলার হুমকি বার্তা দেয়া হচ্ছে। দেশীয় ছাড়াও দেশটির আন্তর্জাতিক বিমানেও বোমাতঙ্ক ছড়ানো হচ্ছে। মাত্র দুই সপ্তাহে পাঁচ শতাধিক ফ্লাইটে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। তবে পরে দেখা যায়, এসব হুমকি বার্তা ভুয়া।