অনলাইন ডেস্ক :
মানহানির পাঁচ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুয়া জন্মদিনসহ মানহানির পাঁচটি মামলা করেছিলেন।
মঙ্গলবার সকালে সিএমএম কোর্টের বিচারক এ রায় ঘোষণা করেন। মাহবুব আলম ও তোফাজ্জল হোসেনের আদালত খালেদা জিয়ার খালাসের রায় দেন।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, চার বছর আগে মামলার বাদী মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন বেগম জিয়া। খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহসহ কয়েকজন আইনজীবী।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। পরে সেই দিনই খালেদা জিয়া তার পাসপোর্ট হাতে পান। সম্পন্ন হয় পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া।
এ অবস্থায় গত ১৬ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতিদ্রুত বিদেশ যাবেন। দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন।
২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিলো সরকার।