স্টাফ রিপোর্টার :
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব মেডিসিন ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত।
১৯টি পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বার সকাল ৮টায় খুলে দেওয়া হয়েছে। সাড়ে ৯টায় বন্ধ করা হবে। পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার হলে পৌঁছানো নিশ্চিত করতে পর্যাপ্ত সময় হাতে রেখে বের হতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এদিকে, এই পরীক্ষার জন্য রাজধানীর সড়কে গাড়ির আধিক্য থাকবে বিধায় সংশ্লিষ্ট সড়কগুলো জনসাধারণ কর্তৃক যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ডিএমপি এই সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ১৯ কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগর এলাকায় মোট ১৬টি ভেন্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস), বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (নিউ বেইলি রোড), সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলি রোড), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও), সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজে (মহাখালী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা উপলক্ষে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সড়কসমূহ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট–সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণি, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ–সংলগ্ন সড়কে গাড়ির আধিক্য হবে বিধায় উক্ত সড়কসমূহ জনসাধারণ কর্তৃক যথাসম্ভব পরিহার করার অনুরোধও করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।