স্টাফ রিপোর্টার :
রাজধানীর মিরপুর-১১ নম্বর থেকে কোটি টাকার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার নাম সাথী আক্তার রিক্তা (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, গ্রেপ্তার সাথী ও তার স্বামী সানজিদ হোসেন মিলে ভাড়া বাসায় মাদক কারবার করে আসছিল। স্বামী-স্ত্রী দুজন প্রায়ই টেকনাফে গিয়ে ইয়াবার বড় চালান সংগ্রহ করে ঢাকা ও আশেপাশের এলাকায় পাইকারি সরবরাহ করে আসছিল।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ডিএনসির দক্ষিণ কার্যালয়ের উপ-পরিচালক মানজুরুল ইসলাম বলেন, সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এক কোটি দুই লাখ টাকা সমমূল্যের ৩৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ সাথীকে গ্রেপ্তার করা হয়। তবে পালিয়ে যায় স্বামী সানজিদ হোসেন। তাকেও ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছ।
উপ-পরিচালক মানজুরুল ইসলাম বলেন, ইয়াবার একটি বড় চালান টেকনাফ থেকে ঢাকায় প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ সড়কের একটি বাসায় অভিযান পরিচালনা করা যায়। অভিযানে ৩৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ সাথী আক্তার রিক্তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাথীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্বামী-স্ত্রী মিলে ভাড়া ফ্ল্যাট বাসায় মাদক কারবার করে আসছিলেন। সাথীকে সঙ্গে নিয়ে তার স্বামী সানজিদ প্রায়ই টেকনাফে গিয়ে ইয়াবার বড় চালান সংগ্রহ করে ঢাকা ও আশেপাশের এলাকায় পাইকারি সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার সাথী ও পলাতক তার স্বামীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।