নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে কোতোয়ালি থানা পুলিশ সদস্যদের অভিযানের পর ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
গতকাল (৮ মার্চ) রাতে দীর্ঘ সময় ধরে চলা পুলিশের অভিযানে কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত বাবুবাজার ব্রিজের টিপু সুলতান পয়েন্টে দুর্ধর্ষ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়।আটককৃতরা হলেন, মো : সাকিব, ফারহান, সালমান, জিসান ও মুশফিক।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, চাপাতি, স্টিলের পাইপ উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা আরও ১২/১৩ জন পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াসিন সিকদার। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন শিকদার আরো জানান, বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।