স্টাফ রিপোর্টার :
রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সব ষড়যন্ত্র ব্যর্থ করে ভবিষ্যতে একজোট হয়েই কর্মসূচি পালন করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে এসব মন্তব্য করেন মির্জা ফখরুল।
এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারও চায়, একইসাথে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনও চায়। নির্বাচন ও সংস্কার ইস্যুতে অনেকে ভুল ব্যাখ্যা করছে।
মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন ও সংস্কার বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের জন্য বিএনপি উদগ্রীব নয়। নির্বাচন হলে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংকট দূর করতেই বিএনপি নির্বাচনের কথা বলছে।
মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই বিজয়কে কোনো চক্রান্ত যেন নষ্ট করতে না পারে সে জন্য রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।
এবি পার্টির প্রথম কাউন্সিলে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু। আর সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ।