বিশেষ প্রতিনিধি: মোসাঃ শামসুন্নাহার সোহানা
দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে শিবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ৩ দিনব্যাপী একুশে বইমেলা ও উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়েছে।
আজ (বুধবার, ১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা চত্বরে কেক কেটে, বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইকতেখারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ শাহাদাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উদ্বোধন শেষে বিভিন্ন স্তারের কর্মকর্তাগণ বইমেলা পরিদর্শন করেন। আজ থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত বই মেলা চলবে।
এ সময় বক্তারা বলেন , ‘ফেব্রুয়ারি ভাষার মাস। একুশ আমাদের চেতনা। বাঙালি হিসেবে এই চেতনা আমাদের অন্তরে লালন করতে হবে।