স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ২৫ মার্চ বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, শিবগঞ্জ উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ গণকবর প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু,বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, আব্দুল হামিদ ও ছাত্র প্রতিনিধি সাইমুন সাদাবসহ অন্যান্যরা।
এর আগে নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে নিহতের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।