আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন। তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (১৯ মে) আজারবাইজান সীমান্তে নির্মিত একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহন করা হেলিকপ্টারটি খোদা আফ্রেইন অঞ্চলে বিধ্বস্ত হয়।
এতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী আলে হাসেম নিহত হয়েছেন। এছাড়া হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্টের নিরাপত্তা দল এবং ক্রুও নিহত হয়েছে।
সোমবার (২০ মে) সকালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। রাইসির ওই বহরে তিনটি হেলিকপ্টার ছিল। এর মধ্যে দুটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার মধ্যেও নিরাপদে অবতরণ করে।
ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রে তৈরি করা বেল-২১২ মডেলের। এতে পাইলটসহ ১৫ জন বসতে পারেন।