ষ্ট্যাফ রিপোর্টার: মোঃ শহিদুল ইসলাম রনি
রক্ত যোদ্ধারা যুব সমাজের বিশাল একটি অংশ জুড়ে আছে।
এই যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলা,পড়ালেখা এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় বাধ্যতামূলক করতে হবে।এটা তখনই সম্ভব যখন ইসলামী শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনা হবে অর্থাৎ ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে, জনসচেতনতা ক্যাম্পেইন ও ডোনার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন. ২০ শে ফেব্রুয়ারি ২০২৫ শিবগঞ্জ উপজেলার কনসাট হেমন্দ্র নাট্য মঞ্চে রজব আলীর সভাপতিত্বে বিকাল ৪টার সময় বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে ও সজীবের সঞ্চালনায় ক্রেস্ট প্রদান র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ সেফাউল মুলক চেয়ারম্যান কানসাট ইউনিয়ন পরিষদ, মো. গোলাম সারওয়ার আবেদী সাধারণ সম্পাদক কনসাট ক্লাব,মোঃ মাসুদ রানা টমাস সহকারী শিক্ষক কনসাট উচ্চ বিদ্যালয়,শ্রী প্রবোধ দত্ত সভাপতি কনসাট বাজার বণিক সমিতি, উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ রাজিব আহমেদ আবাসিক মেডিকেল অফিসার কনসাট জেনারেল হাসপাতাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল আউয়াল, আরাফাত, হাবিবুর রহমান, সাইদুর রহমান মিন্টু কানসাট ২ নং ওয়ার্ড সদস্য সহ বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার স্বেচ্ছাসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।